
নিজস্ব প্রতিবেদক:- টঙ্গীতে ধর্ষেণের হুমকির প্রতিবাদ করায় বাংলাদেশ ইয়ুথ রেভুলেশন ও ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সদস্য নুরনবীর উপর ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের শ্রমিকদের হামলার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইয়ুথ রেভুলেশনের সদস্যরা। আজ শুক্রবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজ গেট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন সংগঠনের উপদেষ্টা ও গাজীপুর মহানগর যুবশক্তির মূখ্য সংঘটক আকাশ ঘোষ, যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম আকাশ সহ বাংলাদেশ ইয়ুথ রেভুলেশনের কর্মীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের গাজীপুরে চলাচলের অনুমতি না থাকলেও স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধভাবে তারা টঙ্গীতে অনুপ্রবেশ করছে। তাদের চালকরা বেপরোয়া ভাবে গাড়ি চালান। যাত্রীদের হয়রানি করেন। গতকাল এক নারী যাত্রীকে ধর্ষনের হুমকি দেন এই পরিবহনের চালক ও হেলপাররা। এসময় বাংলাদেশ ইয়ুথ রেভুলেশনের সদস্য নুরনবী প্রতিবাদ করায় তার উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে সংগঠনের সদস্যরা পুলিশের সহযোগিতায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে এবং নুরনবীকে চিকিৎসার ব্যবস্থা করে। এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ভিক্টর পরিবহন বন্ধ ও হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা।



Discussion about this post