
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডামোশ গ্রামের ৪নং ওয়ার্ড অফিসে আয়োজিত এই বৈঠকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হুসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনগণের দ্বারে দ্বারে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। একটি আদর্শ সমাজ গঠনে জামায়াতের সকল কর্মীকে ঐক্যবদ্ধভাবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করাই আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ, যা মোকাবিলায় কর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা শহিদুল হক, সেক্রেটারি মাওলানা শওকত আলী, সহ-সেক্রেটারি আব্দুল জব্বার, যুব বিভাগ সভাপতি জহিরুল ইসলাম মজনু, মাওলানা আহসান হাবীবসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, নির্বাচনী প্রচারণার মাধ্যমে জনমত গঠন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনৈতিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। এ লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উক্ত সাংগঠনিক বৈঠকে বেলগাছি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের স্থানীয় দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শেষাংশে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।



Discussion about this post