
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুরে জেদ্দা হাউজিং লিমিটেডের উদ্যোগে জেদ্দা সিটির একক আবাসন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্রীপুরের মাওনা চৌরাস্তার সুপার স্টার চাইনিজ রেস্টুরেন্টে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার সাবেক সচিব মেজর (অব.) মোজাম্মেল হোসেন। এছাড়া অনুষ্ঠানে ড. আর কে ধর, এস সাইফুর রহমান, ব্যারিস্টার হাসনাত জামিলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেদ্দা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন চলমান ও ভবিষ্যৎ আবাসন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।



Discussion about this post