
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পারস্পরিক সহযোগিতা এবং এলাকার সমস্যা তুলে ধরার লক্ষ্যে আলমডাঙ্গা প্রেসক্লাবের প্রতিনিধিদের সঙ্গে চ্যানেল ডিও’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় চ্যানেল ডিও’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক আমাদের পত্রিকার স্টাফ রিপোর্টার এবং দৈনিক কুষ্টিয়ার কাগজ এর ব্যুরো প্রধান মোঃ বশিরুল আলমের নেতৃত্বে প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক স্পন্দন–এর প্রতিনিধি রুনু খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কুষ্টিয়ার কাগজ–এর সহকারী ব্যুরো প্রধান মীর ফাহিম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ–এর প্রতিনিধি জাফর জুয়েল, দৈনিক মাথাভাঙ্গা–এর প্রতিনিধি কাইরুল মামুন, দৈনিক ইন্টারন্যাশনাল–এর প্রতিনিধি মোঃ হাসিবুল হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার–এর প্রতিনিধি সাকিব হাসান, দৈনিক আজকের নতুন খবর–এর প্রতিনিধি বিপ্লব হোসেন, দৈনিক আমার দেশ–এর প্রতিনিধি মহসীনুজ্জামান চাঁদ, সিনিয়র সাংবাদিক দৈনিক সময়ের সমীকরণ–এর প্রতিনিধি শেখ শফিউজ্জামান, শামিম রেজা ও হাসিবুল চিশতী প্রমুখ। চ্যানেল ডিও’র পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিইও আব্দুল্লাহ টিপু সুলতান, ডিরেক্টর অপারেশন খোন্দকার হাবিবুল করিম চনচল এবং চিফ এডিটর এমদাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেলটির বার্তা সম্পাদক রুদ্র রাসেল। মতবিনিময় সভায় আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন সামাজিক সমস্যা, সরকারি অফিসে অনিয়ম, জনভোগান্তি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত ও অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এলাকার প্রকৃত চিত্র দেশবাসীর সামনে তুলে ধরা সম্ভব। সভায় সিইও আব্দুল্লাহ টিপু সুলতান বলেন, “দীর্ঘদিন বিদেশে অবস্থানের কারণে এলাকার অনেক বিষয় আমার অজানা ছিল। আপনাদের সহযোগিতা পেলে চ্যানেল ডিও’কে একটি জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।” তিনি আরও বলেন, সংবাদ পরিবেশনার পাশাপাশি সংগীত, নাটকসহ বিভিন্ন ধরনের সৃজনশীল ও জনবান্ধব অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা রয়েছে। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে গণমাধ্যম ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।



Discussion about this post