
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করলে মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে আসে।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি বলেন, লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে। ঘটনার সার্বিক দিক খতিয়ে দেখতে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হবে বলেও জানান তিনি।
এদিকে জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, শামসুজ্জামানের মৃত্যুর পর সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ইমরান তাকে বিস্তারিত বিষয় অবহিত করেছেন। পুলিশ সুপারের ভাষ্যমতে, অভিযানের সময় জিজ্ঞাসাবাদ চলাকালে শামসুজ্জামান হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
শামসুজ্জামান ডাবলুর মৃত্যু নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।



Discussion about this post