
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী পৌর এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত পথচারীর নাম কালাম (৭০)। তিনি পেশায় একজন কাঠ শ্রমিক। বুধবার (১৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া–মেহেরপুর মহাসড়কের গাংনী পৌর এলাকার রাজা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত কালাম গাংনী পৌর এলাকার উত্তরপাড়া গ্রামের মৃত তারাচাঁদের ছেলে।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীও গুরুতর আহত হন। তারা হলেন-গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের ইস্রাফিল হোসেনের ছেলে সিয়াম (১৯) এবং একই গ্রামের জৌলুশ আলীর ছেলে শিহাব (১৮)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান জানান, বুধবার সকালে কাঠ শ্রমিক কালাম সিদ্দিকুর রহমানের চায়ের দোকানের দিক থেকে কুষ্টিয়া–মেহেরপুর মহাসড়ক পার হয়ে আঃ খয়ের হুজুরের কাঠের মিলের দিকে যাচ্ছিলেন। এ সময় চেংগাড়া দিক থেকে আসা একটি আর-ওয়ান ফাইভ মোটরসাইকেল অতিরিক্ত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে কালাম সড়কের ওপর ছিটকে পড়ে বাম পা ভেঙে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।



Discussion about this post