
স্টাফ রিপোটার গাজীপুর : গাজীপুরের বোর্ডবাজার এলাকায় নুর ফ্যাশন নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা চার মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
শ্রমিকদের অভিযোগ, চার মাস ধরে মালিকপক্ষ বেতন পরিশোধ না করে নানা তালবাহানা করছে। গত ২০ জানুয়ারি দুপুর পর্যন্ত কারখানার উতপাদন চালু রাখে মালিক। সেদিন দুপুরে মালিকপক্ষ আশ্বাস দেয় যে, ২২শে জানুয়ারি বকেয়া বেতন পরিশোধ করা হবে। এমন আশ্বাস প্রদান করে কারখানা বন্ধ করে মালিকপক্ষ। শ্রমিকরাও তাদের আশ্বাস মেনে নেন। কিন্তু নির্ধারিত দিনে শ্রমিকরা কারখানায় গিয়ে তালা ঝুলতে দেখেন। এরপর বিভিন্নভাবে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।
শ্রমিকরা জানিয়েছেন, বকেয়া বেতন ও ভাতার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বেন না।
শিল্প পুলিশ-২-এর অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন,বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। পরিস্থিতি শান্ত রাখতে আমরা কাজ করছি।



Discussion about this post