
স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। গতকাল বুধবার বিকালে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
টঙ্গী বাজারের ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, বিএনপি নেতা জসিম উদ্দিন দেওয়ান। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বিএম শামীম, হাজী ইসমাইল হোসেন, তারেক হোসেন, নুর মিয়া, মকবুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ওপর নির্মিত বিআরটি উড়াল সড়কটি এখন টঙ্গী ও উত্তরাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তুরাগ নদের উপর একটি বেইলি ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা। তারা আরও বলেন, টঙ্গীবাজারে উত্তরা, আব্দুল্লাহপুর, উত্তরখান, কামারপাড়া আশুলিয়াসহ আশপাশ এলাকা হাজার হাজার মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচা করতে আসেন। তুরাগ নদের ওপর থেকে পুরনো বেইলি ব্রিজটি বিআরটি কর্তৃপক্ষ ভেঙ্গে নিয়ে যাওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। তাই তুরাগ নদের ওপর অনতিবিলম্বে একটি বেইলি ব্রিজ নির্মাণ করে এলাকাবাসী যাতায়াত সুগম করতে হবে।



Discussion about this post