
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর উক্তি ঘিরে ‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার!’ স্লোগানে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। রবিবার (১৪ জুলাই) দিনগত রাত ১০টার পর বিভিন্ন হলে শিক্ষার্থীরা এই স্লোগান দিতে থাকেন। এরপর একের পর এক হল স্লোগান দিতে থাকে। রাত সাড়ে এগারোটায় বিভিন্ন হল থেকে বের হয়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের দিকে আসতে শুরু করে প্রতিবাদী মিছিল নিয়ে। এ সময় তারা ‘তুমি কে আমি কে? রাজাকার, রাজাকার’, ‘এই বাংলার মাটি- রাজাকারের ঘাঁটি’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন। হল থেকে বেরিয়ে আসার সময় বিজয় একাত্তর হলের গেটে হল ক্যান্ডিটডেটদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায় নেতারা গেট থেকে সরে গেলে শিক্ষার্থীরা বের হয়ে টিএসসি আসে। এছাড়াও রাত ১০টার পর মেয়েদের হল থেকে বের হওয়া নিষিদ্ধ হলেও তাদের দাবির মুখে হল প্রশাসন গেটে তালা খুলে দিতে বাধ্য হয়। হল থেকে বেরিয়ে সবাই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছেন। রিপোর্ট লেখা পর্যন্ত মিছিল চলমান রয়েছে।
ভিডিও সুত্র : Jago News 24



Discussion about this post