
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বলেছেন, প্রয়োজনের তুলনায় পুলিশের সংখ্যা কম। পুলিশ ছিনতাই প্রতিরোধে সব সময় সচেতন থাকে। তবে যেদিকে পুলিশ অনুপস্থিত থাকে সেদিকেই ছিনতাই হয়। সম্প্রতি জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন টঙ্গীর নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
উপকমিশনার নাসিরুদ্দিন বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে ১৫০০-এর মতো পুলিশ সদস্য আছে। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। টঙ্গী শিল্প এলাকায় ১৫টির বেশি বস্তি আছে উল্লেখ করে তিনি বলেন, মাদক ও ছিনতাই একটি বড় সমস্যা। গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে বেশি ছিনতাই হয়েছে। তবে ছিনতাই প্রতিরোধে পুলিশ সব সময় সতর্ক ও সচেতন। প্রয়োজনের তুলনায় পুলিশ কম থাকায় যেদিকে পুলিশ অনুপস্থিত থাকে সেদিকেই ছিনতাই হয়। ছিনতাই ও মাদক প্রতিরোধে পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি পুলিশের সংখ্যা বৃদ্ধির দাবি জানান।
প্রসঙ্গত, শিল্প এলাকা টঙ্গীতে মাদক ও ছিনতাই একটি বড় সমস্যা। দিনের বেলায় ছিনতাই ও মাদক প্রকাশ্যে বিক্রি হচ্ছে। টঙ্গীর প্রায় ১৯টি বস্তি এখন মাদকের বিক্রির পাইকারি বাজার। প্রায়ই পুলিশ ও র্যাবের পাশাপাশি সেনাবাহিনীও অভিযান চালায়। তবু কোনোভাবেই টঙ্গীকে নিরাপদ করা যাচ্ছে না।



Discussion about this post