
স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। আজ বুধবার সকাল ১০টায় টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, আজ সকালে কারখানাটির প্রায় দেড় হাজার শ্রমিক কাজে যোগ দেন। পরে শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে গত মার্চ মাসের বকেয়া বেতনের দাবি জানান। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের আশ্বাস না দেওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা কারখানার ভিতরে ক্ষুব্ধ প্রকাশ করে কারখানা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এসে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকেরা জানান, বকেয়া ২০ দিনের বেতন এখনো পাইনি। কারখানার মালিক আমাদের মাসিক বেতন সময়মতো পরিশোধ করেন না। এর আগেও আমরা টানা পাঁচ দিন সড়কে অবরোধ করেছিলাম। আজ আবার এসেছি। গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাউল হক বলেন, বকেয়া বেতনের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়েছেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের প্রতিনিধি ও কারখানার মালিকের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি। আমরা শ্রমিকদের অনুরোধ জানিয়েছি মহাসড়ক ছেড়ে দেয়ার জন্য।



Discussion about this post