চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় বিলাসবহুল ক্রুজশিপ এমভি বে-ওয়ান আমাদের আমাদের সংবাদ প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০ সারাবিশ্বেই সমুদ্র ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ হল ক্রুজশিপ বা প্রমোদতরী। এবার বাংলাদেশেও যাত্রা শুরু হল ক্রুজশিপের। রোববার (২০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় বিলাসবহুল ক্রুজশিপ এমভি বে-ওয়ান। রোববার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কক্সবাজারের সাংসদ আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, কমোডর আবু জাফর মোহাম্মদ জালাল উদ্দিন, কমোডর গোলাম সাদেক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। ১৯ সেপ্টেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। কক্সবাজারে মেরিন ড্রাইভের দরিয়ানগরে জাহাজটির জন্য নতুন একটি জেটি নির্মাণ করা হয়েছে। আধুনিক সুযোগ সুবিধা যুক্ত এমভি বে-ওয়ানে দুই হাজারের মতো যাত্রী পরিবহন করা যাবে। জাপানের কোবেই শহরের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের তৈরি এই ক্রুজশিপটির দৈর্ঘ্য ৩৯৩ ফুট, প্রস্থ ৫৫ ফুট ও প্রায় ১৮ ফুট ড্রাফট রয়েছে। আগের সংবাদ পরের সংবাদ SHARES জাতীয় বিষয়: