সাটুরিয়ায় সিএনজি-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ আমাদের আমাদের সংবাদ প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ ১২ জানুয়ারী ২০২১ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন আলী নামে এক মটরসাইকেল আরোহীর মৃত্য হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। আহতরা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ১১ জানুয়ারী(সোমবার)বিকালে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের সাটুরিয়া-গোলড়া সড়কের শিমুলতলী নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়সুত্রে জানা যায়, মানিকগঞ্জ গোলড়ার দিক হতে আসা একটি সিএনজি ও সাটুরিয়া কান্দাপাড়া দিক হতে আসা একটি মোটর সাইকেল উপজেলার শিমুলতলী এলাকা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী ইমন আলীসহ তিনজন ও সিএনজি চালক মারাত্বকভাবে আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোটর সাইকেল আরোহী ইমন আলীর মৃত্যু হয়। আগের সংবাদ পরের সংবাদ SHARES সারা বাংলা বিষয়: