সিংগাইরে অগ্নিকান্ডে ভস্মিভুত ২টি দোকান আমাদের আমাদের সংবাদ প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১ সিংগাইর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: ১৮ফেব্রুয়ারি ২০২১ মানিকগঞ্জের সিংগাইরে আগুনে সম্পূর্ন ভস্মিভুত হয়ে ১টি মুদি, ১টি কাপড়ের দোকানে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে। ১৭ফেব্রুয়ারি(বুধবার)ভোর রাতে উপজেলার মানিকনগর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে সেলিমের মুদি দোকানে আগুন দেখতে পায় বাজারের পাহারাদার। আগুন দেখে মসজিদের মাইক দিয়ে মাইকিং করে অত্র এলাকায় জানিয়ে দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ততক্ষনে পাশের কাপড়ের দোকানও পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনার সূত্রপাত জানা যায়নি। এতে ক্ষতিগ্রস্থ-মুদি দোকান মালিক রাজনগর গ্রামের আলাউদ্দিনের ছেলে সেলিম (৪৫) ও কাপড়ের দোকান মালিক-ওয়াইজ নগর গ্রামের গনি খলিফার ছেলে শাহিন মিয়া (৪০)। আগের সংবাদ পরের সংবাদ SHARES সারা বাংলা বিষয়: