
স্টাফ রিপোর্টার, গাজীপুর :- গাজীপুর বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন কর হয়। গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্নার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার , আরশাফ নেওয়াজ চৌধুরী শাওন, সদস্য সচিবসহ গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে, মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদ ও জনগণকে ভুলভাল বুঝানোর অপচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, এদেশের আপামর জনগণ অচিরেই এর জবাব রাজপথে ও ধানের শীষে ভোটের মাধ্যমে দেবে। তারেক রহমান এই দেশের গণতন্ত্রের শেষ আশার প্রতীক। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জাতিকে ধোকা দেওয়া যাবে না। আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ।



Discussion about this post