
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- আলমডাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব পান্না আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে আলমডাঙ্গা প্রেসক্লাব। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ইউএনও কার্যালয়ে গিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল এবং ক্রীড়া সম্পাদক মোঃ মহসীনুজ্জামান চাঁদ। ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রেসক্লাব সভাপতি মোঃ বশিরুল আলম বলেন, আলমডাঙ্গা উপজেলায় আপনাকে নবাগত ইউএনও হিসেবে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আপনার যোগদানে উপজেলার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি।”তিনি আরও বলেন, “প্রেসক্লাব সবসময় ইতিবাচক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের উন্নয়ন এবং জনস্বার্থে কাজ করে আসছে। উপজেলা প্রশাসনের উন্নয়নমূলক ও সেবামূলক কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে আমরা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করতে প্রস্তুত।” নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি উপজেলার উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎ শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রেসক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন—ভবিষ্যতেও উপজেলা প্রশাসন ও প্রেসক্লাবের মধ্যে সৌহার্দ্যপূর্ণ, কার্যকর ও উন্নয়নমুখী সম্পর্ক বজায় থাকবে।



Discussion about this post