
গাজীপুর (কাপাসিয়া) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন ১০ দল সমর্থিত জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী সালাউদ্দিন আইয়ুবীর মনোনয়নপত্র দাখিল করেন। ২৯ ডিসেম্বর সোমবার বিকেল তিনটায় দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে উপজেলা সহকারী ট্রেনিং কর্মকর্তা তামান্না তাসনিম ও নির্বাচন কমিশনার তামান্না রশিদের উপস্থিততে অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন সালাউদ্দিন আইয়ুবীর পিতা এবং গাজীপুর জেলার নায়েবে আমির শেফাউল হক কাপাসিয়া উপজেলার আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা। সমৃদ্ধ কাপাসিয়া গড়ার প্রত্যয় এবং সুশৃংখল পরিকল্পিত নগরী বিনির্মাণে কাপাসিয়া বাসির দোয়া ও সমর্থন চেয়ে মনোনয়নপত্র দাখিল করেন। ১০ দলীয় জোটের পক্ষ থেকে মনোয়নপত্র জমা দিয়ে সালাউদ্দিন আইয়ুবী বলেন জোটের শরিক যারা আছে তাদের সাথে কথা হয়েছে তারা পূর্ণ সমর্থন দিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। কাপাসিয়ায় এ পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেন ১০ দল সমর্থিত বাংলাদেশ জামাত ইসলাম এর পক্ষ থেকে অধ্যক্ষ সালাউদ্দিন, বিএনপি’র পক্ষ থেকে শাহ রিয়াজুল হান্নান,বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে মানবেন্দ্র।



Discussion about this post