
স্টাফ রিপোর্টার: অভি খায়রুল ইসলাম, সাভার | ১৮ জুলাই সাভার পৌরসভা ও আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবেশ সচেতনতার অংশ হিসেবে সুইপার জনকল্যাণ সংগঠনের উদ্যোগে ড্রেন ও রাস্তা পরিষ্কারের একটি মহতী কর্মসূচি পরিচালিত হয়েছে।
এই মানবিক ও প্রশংসনীয় কার্যক্রমের নেতৃত্ব দেন জামশিং ১ নং ওয়ার্ডের গর্ব, সুইপার জনকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সুলতান শেখ। তার ঐকান্তিক প্রচেষ্টা ও দূরদর্শী চিন্তাধারার ফলেই এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ স্বপন মিয়া, প্রচার সম্পাদক মোঃ বকুল মিয়া, এবং সেক্রেটারি আলী আজগর। তারা সকলেই সম্মিলিতভাবে এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন।
এ সময় এলাকাবাসী ও স্থানীয় পথচারীরা তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, এমন কার্যক্রম নিয়মিত হলে সাভার ও আশেপাশের এলাকা আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।
পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে তারা শুধু রাস্তা ও ড্রেন পরিষ্কার করেই থেমে থাকেননি, বরং মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন পরামর্শ ও অনুরোধও জানিয়েছেন যেন কেউ রাস্তা বা ড্রেনে ময়লা না ফেলেন।
সাভার পৌরসভা এলাকায় এই ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ একদিকে যেমন পরিবেশ রক্ষায় সহায়ক, তেমনি সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।



Discussion about this post