
আল আমিন, নাটোর প্রতিনিধি :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে একাত্মতা ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে লালপুর উপজেলার গৌরীপুরে ফারজানা শারমিন পুতুলের বাসভবনে গণঅধিকার পরিষদ নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দলটির প্রার্থী আনোয়ার হোসেন সোহাগের নেতৃত্বে নেতাকর্মীরা উপস্থিত হয়ে এ ঘোষণা দেন। এ সময় বিএনপি প্রার্থীর পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় আনোয়ার হোসেন সোহাগ বলেন, তারেক রহমানের নেতৃত্বে যুগপৎ আন্দোলনে আমরা সবাই একসঙ্গে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও একসঙ্গেই সরকার গঠন করবো। আমাদের দলীয় নির্দেশনা অনুযায়ী বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের সঙ্গে সমন্বয় করে তার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে যা যা প্রয়োজন, ইনশাআল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তা বাস্তবায়ন করবো। বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, গণঅধিকার পরিষদের এই উদ্যোগের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিএনপি সবসময় যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। ভবিষ্যতে আমাদের এই পথচলা আরও সুদৃঢ় হবে বলে আমি আশাবাদী। বর্তমান সময়ে দেশের জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ধানের শীষকে বিজয়ী করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন, বিএনপি যুগপৎ আন্দোলনের সব শরিককে সঙ্গে নিয়েই দেশ গঠনের পথে এগোতে চায়। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু, সিদ্দিক আলী মিষ্টু এবং গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলামসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



Discussion about this post